রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৯ পূর্বাহ্ন

দক্ষিণ শ্রীপুর আম গাছ মুকুলে মুকুলে ভরে গেছে

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩

শাহাদাত হোসেন দক্ষিণ শ্রীপুর (কালিগঞ্জ) প্রতিনিধিঃ কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর আম গাছগুলোতে মুকুলে মুকুলে ভরে গেছে। শীতের ক্লান্তি লগ্নে ও বসন্তের আগমনে নানা ফুলের সঙ্গে সৌরভ ছড়াচ্ছে গাছে গাছে আমের মুকুল। আর এ মুকুলের মিষ্টি ঘ্রাণে মৌ মৌ করছে প্রকৃতি। মনকে করে তুলছে প্রাণবন্ত। গতকাল সরেজমিনে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, আম বাগানের সারি সারি গাছে শোভা পাচ্ছে কেবলই মুকুল। এ যেন হলুদ আর সবুজের মহামিলন। তবে আমের ফলন নির্ভর করছে আবহাওয়ার ওপর। আবহাওয়া অনুকলে থাকলে এ বছর আমের বাম্পার ফলনের আশা করছেন আম বাগানের মালিকরা। মৌসুমের শুরুতে আবহাওয়া অনুকূলে থাকায় মুকুলে ভরে গেছে বাগানসহ ব্যক্তিগত উদ্যোগে লাগানো আম গাছগুলোতে। তবে বড় আকারের চেয়ে ছোট ও মাঝারি আকারের গাছে বেশি মুকুল ফুটেছে। সেই মুকুলের মৌ মৌ গন্ধে বাগান মালিকদের চোখে ভাসছে স্বপ্ন। আমরুপালি, গোপালভোগ, ল্যাংড়া, ফজলি এসব গাছে ইতোমধ্যে মুকুল ভরে গেছে। বাগান মালিক সোনাতলা গ্রামের আব্দুল আজিজ মাস্টার বলেন আমার ৫০ টির বেশি আম গাছ আছে তবে গত বছরের তুলনায় এ বছর আম গাছে মুকুল অনেক ভালো ফুটেছে। তিনি জানান, মুকুল আসার পর থেকেই তিনি গাছের প্রাথমিক পরিচর্যা শুরু করেছেন। মুকুল রোগ বালাইয়ের আক্রমন থেকে রক্ষা করতে উপজেলা কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ স্প্রে করছেন তিনি। বর্তমানে আবহাওয়া অনুকলে রয়েছে। এ অবস্থা থাকলে এবার আমের বাম্পার ফলন হবে বলে মনে করছেন দক্ষিণ শ্রীপুরের আম বাগান মালিকরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com