দক্ষিণ শ্রীপুর কালিগঞ্জ প্রতিনিধি ॥ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এল জি ই ডি, শেলটেক ও সিইজিটি আই এস যৌথ উদ্যোগে উপজেলা শহর(নন মিউনিসিপ্যাল মহাপরিকল্পনা পণয়ন ও মৌলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প ১ম সংশোধিত এর আওতায় কালিগঞ্জ উপজেলা মহাপরিকল্পনা প্রণয়ন অংশগ্রহণমূলক মূল্যায়ন সভা হয়েছে। গতকাল বিকাল ৩ টায় দক্ষিণ্ শ্রীপুর ইউনিয় পরিষদে ইউনিয়নের ৬ শ্রেণীর পেশার মানুষের নিয়ে মূল্যায়ন সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র মন্ডল। এ সময় উপস্থিত ছিলেন সকল ইউপি সদস্য নারী, শিশু, পিছিয়ে পড়া জনগোষ্ঠী, যুবক, বাজার কমিতির সদস্যবৃন্দ।