এস এম শাহাদাত দক্ষিণ শ্রীপুর (কালিগঞ্জ) প্রতিনিধি \ মাদককে না বলি ফুটবলকে হ্যাঁ বলি এই স্লোগানকে সামনে রেখে কালিগঞ্জ দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও খেলার মাঠের কর্মকর্তাদের মাঝে খেলার সামগ্রী ফুটবল ও জার্সি বিতরণ করা হয়েছে। গতকাল বেলা ১১ টায় দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদে খেলার সামগ্রী বিতরণ করেন দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি ও (ইউপি) চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র মন্ডল। এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরদার, ইউপি সদস্য আব্দুলাহ আল মামুন, ইউপি সদস্য রেজাউল ইসলাম রেজা, ইউপি সদস্যা রোকেয়া পারভীন, সাবেক ইউপি সদস্য আব্দুল লতিফ মোড়ল, গ্রাম ডাঃ প্রশান্ত রায়, রেফারি তাপস কুমার সরকারসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও ক্লাবের নেতৃবৃন্দ।