দক্ষিণ শ্রীপুর কালিগঞ্জ প্রতিনিধিঃ কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদে প্রথম সভা ও প্যানেল চেয়ারম্যান গঠন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১২ টায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সভাকক্ষে ( ভারপ্রাপ্ত) ইউপি সচিব জয়দেব মলিকের পরিচালনায় ইউনিয়ন আ,লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র মন্ডলের উপস্থিতিতে সকল ইউপি সদস্যের সম্মতিতে ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আহম্মাদ আলী শাহাজী, ৫নং ওয়ার্ড সদস্য হাবিবুলাহ পুটু ও ৪,৫,৬ নং সংরক্ষিত মহিলা ইউপি সদস্যা রোকেয়া খাতুনকে প্যানেল চেয়ারম্যান মনোনীত করা হয়। সভায় সকল ইউপি সদস্য বলেন সাবেক চেয়ারম্যান প্রশান্ত কুমার সরকার ২০২০-২১/২০২১-২২ অর্থবছরের ইউনিয়ন এর ট্যাক্স এর হিসাব না দেওয়া চেয়ারম্যান এর মাধ্যমে সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন সকল ইউপি সদস্য গ্রামপুলিশ সাংবাদিকবৃন্দ।