দক্ষিণ শ্রীপুর কালিগঞ্জ প্রতিনিধিঃ দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন তরুনলীগের আয়োজনে ইউপি চেয়ারম্যান ও মেম্বরদের সংবর্ধনা প্রদান ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাতে কালিগঞ্জ উপজেলার সোনাতলা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন আ,লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র মন্ডল। শ্রীপুর ইউনিয়ন তরুনলীগের সভাপতি শাহিনুর রহমান, সাধারণ সম্পাদক অর্পণ বিশ্বাস নবনির্বাচিত চেয়ারম্যান কে স্বর্ণের নৌকা উপহার দেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউপি সদস্য আব্দুলাহ আল মামুন, আহম্মাদ আলী শাহ, পরজিত সরকার, সাইদুল ইসলাম, হাবিবুলাহ পুটু, আব্দুল গাজী, আনিসুর রহমান, সেলিম রেজা, মনিরুল ইসলাম মন্টু, মহিলা ইউপি সদস্যা রোজিনা আক্তার, সেলিনা পারভীন রোকেয়া পারভীন। এসময় তরুণলীগের দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন শাখার সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।পরে সংস্কৃতি সন্ধ্যা অনুষ্ঠিত হয়।