দক্ষিণ শ্রীপুর কালিগঞ্জ প্রতিনিধিঃ নবযাত্রা প্রকল্পের সহযোগিতায় ও ইউনিয়ন পরিষদের আয়োজনে কালিগঞ্জ দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদে উন্নয়ন সভা ও ইউনিয়ন পর্যায়ে স্থানীয় সরকারের সাথে সিভিএ ভিডিসি’র সদস্যদের সমন্বয় এবং লিংকেজ সভা বৃহস্পতিবার সকাল ১০ টায় ইউনিয়ন পরিষদের হলরুমে দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আ, লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, প্যানেল চেয়ারম্যান আহম্মাদ আলী শাহ, রোকেয়া পারভীন, ইউপি সচিব বিশ্বজিৎ অধিকারী, উপসহকারী কৃষি কর্মকর্তা শেখ আব্দুল লতিফ, ইউনিয়ন আ,লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরদার, ইউপি সদস্যবৃন্দ গ্রাম উন্নয়ন কমিটির সদস্য সহ সিভি এ ওয়ার্কিং গ্রুপের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন নবযাত্রা প্রকল্পের এ এস এস ও আব্দুল খালেক, নবযাত্রা প্রকল্পের দক্ষিণ শ্রীপুর প্রতিনিধি এম সিপিএফ রুহুল আমিন মুকুল