দক্ষিণ শ্রীপুর (কালিগঞ্জ) প্রতিনিধিঃ কালিগঞ্জ দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আহম্মাদ আলী শাহাজীর আয়োজনে ২০২২ ও ২০২৩ অর্থবছরের ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে ভগবান যশমন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়। অত্র বিদ্যালয় এর সহ-সভাপতি রুহুল আমিন মুকুলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ইউপি সদস্য আহম্মাদ আলী শাহ। এসময় দক্ষিণ শ্রীপুর পুলিশিং কমিটির সভাপতি পরিমল কুমার ঢালী,২নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আছান আলী শাহ, প্রফেসর আমজেদ হোসেন, নুরুজ্জামান পাড়,সহ ওয়ার্ডের সাধারণ জনগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন।