দক্ষিণ শ্রীপুর কালিগঞ্জ প্রতিনিধিঃ কালিগঞ্জ উপজেলার বাঁশদাহ রামকৃষ্ণ সেবাশ্রমের কোষাধ্যক্ষ ও বেড়াখালী কালী মন্দিরের সভাপতি সমাজসেবক,ধর্মানুরাগী শ্মশান স্বর্ণকার(৭৬)শুক্রবার বিকাল তিন টার দিকে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেছেন।৩০শে ডিসেম্বর শনিবার বেলা ১১ টায় বেড়াখালী শ্মশানে তাঁর অন্তেষ্ট্রিক্রিয়া সম্পন্ন হয়। তিনি স্ত্রী ১ ছেলে ৩ কন্যা সহ বহু গুণগ্রাহী আত্মীয়-স্বজন রয়েছে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং প্রিয় মানুষটিকে এক নজর দেখতে তার বাড়িতে ছুটে আসেন রাজনৈতিক নেতৃবৃন্দ,সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের লোকজন। এদিকে শ্মশান স্বর্ণকারের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র মন্ডল,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল আহসান, ও ইউপি সদস্য আহম্মাদ আলী শাহ।