এসএম শাহাদাত দক্ষিণ শ্রীপুর কালিগঞ্জ প্রতিনিধিঃ কালিগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দক্ষিণ শ্রীপুরে ফসল উৎপাদনে স্মার্ট প্রযুক্তির ব্যবহার ও উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে ডি,এ,ঊ কৃষক গ্রুপের সাথে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৪ টার সোনাতলা গ্রামে উঠান বৈঠক বক্তব্য রাখেন দঃ শ্রীপুর ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা শেখ আবু লতিফ শামসুজ্জামান সিদ্দিকি। তিনি বলেন চাষি আধুনিক পদ্ধতিতে বোরোধান আবাদ, এ ডব্লিউ ডি রোগ, পোকামাকড়,সেচ ও সুষম সার ব্যবহার ধান রোপনের সময় লাইন, লগো, পার্চিং,গুটি ও মিশ্রগুটি ব্যাবহার করার জন্য চাষিদের পরামর্শ দিয়েছেন। উল্লেখ্য প্রতি ইউনিয়নে ডি,এ,ঊ ৪০ টি কৃষক গ্রুপ আছে, প্রতি গ্রুপে ৩০ জন করে কৃষক/ কৃষাণী রয়েছে। প্রতি গ্রুপে ৩০% মহিলা কৃষাণী রয়েছে। উঠান বৈঠকে ৩০ জন কৃষক, কৃষানী ও লিট ফার্মার আব্দুল আজিজ উপস্থিত ছিলেন।