দক্ষিণ শ্রীপুর কালিগঞ্জ প্রতিনিধিঃ ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল’ স্লোগানে কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বেলা ১০টায় ইউনিয়ন পরিষদে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও খেলার মাঠের কর্মকর্তা সহ খেলোয়াড়দের মাঝে খেলার সামগ্রী ফুটবল, ভলিবল, জার্সি, লাভ দড়ি, বিতরণ করেন দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান গোবিন্দ মন্ডল। এসময় তিনি বলেন, সমাজের মাদক, সন্ত্রাসীসহ বড় ধরনের অপরাধ রোধে খেলাধুলার বিকল্প নেই। তাই শরীর, মন-মানসিকতা সুস্থ রাখতে বাচ্চাদের লেখাপড়ার মনোযোগে অকল্পনীয় সুফল ভূমিকা রাখে। তাই সব সুস্থ মানুষের প্রতিনিয়ত শারীরিক ব্যায়াম ও খেলাধুলা করা উচিত। এসময় উপস্থিত ছিলেন সকল ইউপি সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী, মাঠের কর্মকর্তা বৃন্দ,গ্রাম পুলিশ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।