দক্ষিণ শ্রীপুর কালিগঞ্জ প্রতিনিধিঃ কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ আনোয়ার আলী (৪৯) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি প্রায় দুই বছর যাবত মরনব্যাধী ক্যান্সারে ভূগছিলেন। তিনি গতকাল ভোর ৫টায় বাঁশতলা ফতেপুর গ্রামের নিজ বাড়িতে মারা যান। তিনি মৃত্যুকালে স্ত্রী,৪ ছেলে ও ৩ মেয়ে নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সর্বমহলে সুপরিচিত ও সদা হাস্যোজ্জল গ্রাম পুলিশ আনোয়ার আলী মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে পুরো ফতেপুর গ্রাম ও বাঁশতলা বাজার জুড়েই নেমে আসে শোকের ছায়া। তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র মন্ডল, ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন, ইউপি সদস্য আহম্মাদ আলী শাহ, ইউপি সদস্যা রোজিনা আক্তারসহ সহকর্মী গ্রাম পুলিশ ভাইয়েরা। জুমার নামাজের পরে জানাযার শেষে বাঁশতলা বাজার গণ গোরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।