দক্ষিণ শ্রীপুর কালিগঞ্জ প্রতিনিধি \ কালিগঞ্জ দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আ’লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্টিত হয়েছে। গতকাল বিকাল ৫ টায় দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদে শুরুতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের আত্মার মাগফেরাত কামনা করে উপস্থিত নেতা কর্মীরা দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। সভায় ইউপি সদস্য মনিরুল ইসলাম মন্টুর সঞ্চালনায় ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ৫ নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস রয়েল, ৭নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক প্রশান্ত রায় সহ, ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড আ লীগের নেতৃবৃন্দ।