দক্ষিণ শ্রীপুর (কালিগঞ্জ) প্রতিনিধিঃ কালিগঞ্জ দক্ষিণ শ্রীপুর ষষ্ঠ ধাপে(টিসিবি) এর পণ্য বিতরণ করা হয়েছে। গতকাল সকাল ১০ টা হতে দুপুর ৩ টা পর্যন্তদক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদে ডিলার আবু বাক্কার সিদ্দিক (টুনুর) মাধ্যমে কার্ড ধারী পরিবারের মধ্যে টিসিবির পণ্য বিতরণ করা হয়। টিসিবি পণ্য বিতরন উদ্বোধন করেন (ইউপি) চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র মন্ডল। পণ্যগুলো হল সয়াবিন তৈল-২ লিটার, মসুর ডাল-২ কেজি এবং চিনি-১ কেজি যার মূল্য ৪২০ টাকা। (ইউপি) চেয়ারম্যান বলেন বর্তমান সরকার জন বান্ধব সরকার। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গরীব এবং মেহনতী মানুষের জন্য ভুর্তুগি দিয়ে অত্যন্ত কম মূল্যে এ পণ্য মানুষের দ্বারে দ্বারে পৌছানোর ব্যবস্থা করছেন। এসময় উপস্থিত ছিলেন ৮ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি ওকালত আলী, গ্রাম পুলিশ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।