দক্ষিণ শ্রীপুর কালিগঞ্জ প্রতিনিধিঃ কালিগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দক্ষিণ শ্রীপুরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুলার ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পাটনার) প্রকল্পের আওতায় স্থাপিত প্রদর্শনীর বিনাধান ২৫ জাতের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০ টা উপজেলার সোনাতলা গ্রামের আব্দুর রাজ্জাকের বাড়ির উঠানে দক্ষিণ শ্রীপুর উপ-সহকারী কৃষি কর্মকর্তা শেখ আবু লতিফ শামসুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ওয়াসিম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার শ্যামল কান্তি মণ্ডল,সহ ৫০ জন কৃষক কৃষাণী।