দক্ষিণ শ্রীপুর কালিগঞ্জ প্রতিনিধিঃ কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১২ টায় চেয়ারম্যানের সভাকক্ষে বক্তব্য রাখেন ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান গোবিন্দ মন্ডল। তিনি বক্তব্য বলেন ঘূর্ণিঝড় রেমাল আঘাত আনতে পারে এলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সকল সদস্যদের প্রস্তুত থাকতে হবে। মানুষকে নিরাপদ স্থানে ও আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য মাইকিং করে জানাতে হবে। এ সময় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সকল সদস্য সিপিপি কমিটির ৯ জন টিম লিডার উপস্থিত ছিলেন।