এস এম শাহাদাত কালিগঞ্জ প্রতিনিধিঃ কালিগঞ্জ দক্ষিণ শ্রীপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে নেছার আলী (৬২) নামে ১ জন নিহত হয়েছে। ঘটনাটি গতকাল বেলা ১১ টার উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামে নিজ বাড়িতে এ বিদ্যুৎপৃষ্টের ঘটে। নিহত নেছার আলী গাজী ওই গ্রামের মৃত মোহাম্মদ আলী গাজীর ছেলে। স্থানীয় ইউপি সদস্য রেজাউল ইসলাম রেজা জানান, বাড়ির বিদ্যুতের মেইন সুইচ বন্ধ না করে মাল্টিপ্লাগের সংযোগের কাজ করছিল। হঠাৎ বিদ্যুৎ সংযোগ আসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। কালিগঞ্জ থানার (ওসি) মামুনুর রহমান নেছার আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।