দক্ষিণ শ্রীপুর কালিগঞ্জ প্রতিনিধিঃ কালিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পরিবেশবান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় আইপিএম কৃষক মাঠ স্কুলের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।গতকাল বিকাল ৪ টায় বেড়াখালি আইপিএম কৃষক মাঠ স্কুলের মাঠ দিবস অনুষ্ঠানে ইউপি সদস্য আহম্মাদ আলী শাহাজীর সভাপতিত্বে ও দক্ষিণ শ্রীপুর উপ-সহকারী কৃষি কর্মকর্তা শেখ আবু লতিফ শামসুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ওয়াসিম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শ্যামল কান্তি রায় প্রমুখ।শেষে বেড়াখালি আইপিএম কৃষক মাঠ স্কুলের ২৫ জন কৃষক কৃষাণীদের সনদ ও নগদ ২৮ শত করে টাকা দেওয়া হয়।