শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৯:৫৬ অপরাহ্ন

দক্ষিণ শ্রীপুর বোরো ধান চাষে জৈব সার ব্যবহার করছে কৃষকরা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩

দক্ষিণ শ্রীপুর (কালিগঞ্জ) প্রতিনিধি ঃ কালিগঞ্জ দক্ষিণ শ্রীপুর বোরো ধান চাষে জৈব সার ব্যবহার করছে কৃষকরা। শীতের ক্লান্তি লগ্নে বেড়েছে কৃষকদের কর্মব্যস্ততা। আবহাওয়া অনুকূলে থাকলে বোরো ধান আবাদে তেমন সমস্যা হবে না বলে আশা করছেন স্থানীয় কৃষকেরা। সরেজমিনে দেখা গেছে, উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের বেশিরভাগ বোরো ধানের জমিতে কেউ কেউ ঘাস উপড়াচ্ছে আবার বোরো ধানে জৈব সার ব্যবহার করছে। কেউ কেউ স্যালো মেশিন দিয়ে জমিতে পানি দিচ্ছেন।উত্তর শ্রীপুর গ্রামের কৃষক হাসান জানান, তিনি তার চার দীঘা জমিতে বোরো ধান চাষ করেছেন। প্রতিবিঘা জমিতে এক টান করে জৈব সার ব্যবহার করছি রাসায়নিক স্যারের ব্যবহার কমে গেছে। এছাড়া আর দুই জন কৃষক অশোক রায় ও অসীম রায় বলেন ৬ বিঘা জমিতে বোরো ধান চাষে বিঘা প্রতি এক টন করে জৈব সার ব্যবহার করছি এতে রাসায়নিক সারের চাপ কমে গেছে তাতে লাভবান হচ্ছে চাষিরা। এজন্যে এবার বোরো ধানের চাষাবাদ বেশি বলে ধারণা করা যাচ্ছে। এ ব্যাপারে দক্ষিন শ্রীপুর উপসহকারী কৃষি অফিসার শেখ আবু লতিফ শামসুজ্জামান বলেন, এবার তুলনামূলক বেশি জমিতে বোরো ধান চাষ করা হয়েছে। সেজন্যে জৈব সার ব্যবহার করার জন্য কৃষকদের প্রতিনিয়ত পরামর্শ প্রদান করা হচ্ছে। ফলে রাসায়নিক সারের উপার চাপ কমছে জমির উর্বরতা বৃদ্ধি ও ফলন বৃদ্ধি পাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com