শাহাদাত হোসেন ও আলমগীর হোসেন দক্ষিণ শ্রীপুর থেকেঃ কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর, দক্ষিন শ্রীপুর ও চাম্পাফুল ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৫ টায় বাঁশতলা বাজারে আলোচনা সভায় বিষ্ণুপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি ইফতেখায়রুল ইসলাম সুমনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সি। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও তারালি (ইউপি) চেয়ারম্যান এনামুল হোসেন ছোট। উদ্বোধক হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি সাইফুল কবির (সাবু) প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, জেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি শেখ শাহাজালাল, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিঃ শেখ মেহেদী হাসান সুমন, উপজেলা আ’লীগের প্রচার সম্পাদক গাজী আব্দুর রহমান, দক্ষিণ শ্রীপুর (ইউপি) চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র মন্ডল, চাম্পাফুল (ইউপি) চেয়ারম্যান মোজাম্মেল হাক গাইন, রতনপুর (ইউপি) চেয়ারম্যান আলিম আল রাজি (টোকন), বিষ্ণুপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি নুরুল হক সরদার, সাবেক সভাপতি নুরুল ইসলাম সরদার, বিষ্ণুপুর ইউপি সদস্য খলিল সরদার, প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন দক্ষিণ শ্রীপুর ও চাম্পাফুল ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগের সভাপতি কামাল সরদার ও সিরাজুল ইসলাম সিরাজ।