শাহাদাত হোসেন দক্ষিন শ্রীপুর (কালিগঞ্জ) থেকে \ কালিগঞ্জ দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সোনাতলা ঈদগা মোড় হইতে মিস্ত্রিপাড়া সংযোগ মোড় পর্যন্ত এক কিলোমিটার কাঁচা রাস্তা ও সোনাতলা মোসলেম মাস্টারের বাড়ি থেকে উত্তর শ্রীপুর মক্রমের বাড়ি পর্যন্ত এক কিলোমিটার কাঁচা রাস্তা আবার ইহাছাড়া ৬ নং ওয়ার্ডের সোনাতলা ভোলার বাড়ী থেকে মিস্ত্রীপাড়া রাস্তার সংযোগ মোড় পর্যন্ত ২ কিলোমিটারের অধিক মাটির কাঁচা রাস্তা মোট এই ২ ওয়ার্ডের কাঁচা রাস্তাগুলো এখন জনদুর্ভোগের কারন হয়ে দাঁড়িয়েছে। মাটির কাঁচা রাস্তা দিয়ে চলাচল করতে সংশ্লিষ্ট ইউনিয়নের গ্রামের মানুষকে বছরের পর বছর ধরে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ইউনিয়নের ৫ ও ৬নং ওয়ার্ডের গুরুত্বপুর্ণ গ্রামীণ রাস্তাটিতে এই বর্ষায় একাধিক স্থানে পানি জমে বড় বড় গর্তে পরিণত হয়েছে। শুধু তাই নয় ট্রাক্টর সহ বিভিন্ন যানবাহন চলাচল করার কারণে বর্তমানে খানাখন্দের ভরে গেছে। এ রাস্তা দিয়ে নিয়মিত ভাবে ভ্যান, মোটরসাইকেল ট্রলি সহ বিভিন্ন যানবাহন চলাচল করে। বর্ষায় রাস্তাটির বিভিন্ন স্থানে গর্তে পানি জমে গেলে এসব যানবাহন চলাচল করতে পারে পারছেনা। এছাড়াও রাস্তাটি দিয়ে স্কুল কলেজ মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থী যাতয়াত করে।কিন্তু বর্ষা মৌসুমে রাস্তাটিতে কাঁদা পানি থাকার কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যেতে পারে না শিক্ষার্থীরা। দীঘ্র্ সময় পার হলেও গ্রামীণ এই অবহেলিত মরণফাঁদ রাস্তায় এখনো পর্যন্ত আধুনিকতার কোনো ছোঁয়া লাগেনি। ৫ ও ৬নং ওয়ার্ডের রাস্তার বিষয়ে দক্ষিণ শ্রীপুর (ইউপি) চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র মন্ডলের কাছে জানতে চাইলে তিনি দৈনিক দৃষ্টিপাত প্রতিনিধিকে জানান, ৫নং ওয়ার্ডের রাস্তার টেন্ডার হয়ে গেছে দ্রুত কাজ শুরু হবে ও ৬নং ওয়ার্ডের কাঁচা রাস্তা টেন্ডারের প্রক্রিয়াধীন আছে।