দেবহাটা অফিস \ মহান ১৬ ডিসেম্বর বিজয় দিবস ও ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে গতকাল দেবহাটা উপজেলা প্রশাসন প্রস্তুতি সভা করেছে। নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে উক্ত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, প্রাক্তন ডেপুটি কমান্ডার আলহাজ্ব ইয়াছিন আলী, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, জিএম স্পর্শ, পরিবার কর্মকর্তা ডাঃ আঃ লতিফ, প্রেসক্লাব সভাপতি মীর খায়রুল আলম, সম্পাদক মাহমুদুল হাসান শাওন, অধ্যক্ষ আবুল কালাম আজাদ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, সমাজসেবা অধির কুমার গাইন, মাধ্যমিক সোলাইমান হোসেন, শিক্ষা অফিসার শাহজাহান আলী, চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সাইফুল ইসলাম, আলমগীর হোসেন সাহেব আলী, আঃ মতিন বকুল, আ’লীগ নেতা আনোয়ারুল হক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।