বিশেষ প্রতিনিধি ॥ আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নে জনপ্রিয় কবিরাজ হাসেম আলী (৬৭) এর দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার ইউনিয়নের খরিয়াটি পূর্বপাড়া ঈদগাহ ময়দানে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন করা হয়।খরিয়াটি গ্রামের মৃত মাদার গাজীর ছেলে কবিরাজ হাসেম আলী দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। বুধবার দিবাগত রাত্র ১১ টার দিকে নিজ বাস ভবনে তিনি ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন)। মৃতকালে তিনি স্ত্রী, ২ পুত্র ও ২ কন্যাসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। বৃহস্পতিবার বাদ জোহর অনুষ্ঠিত নামাজে জানায় ঈমামতি করেন, মাওঃ আব্দুল কুদ্দুছ। এসময় বীর মুক্তিযোদ্ধা ছহিল উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেন, প্রফেসর নূর উদ্দীন, প্রফেসর আঃ রাজ্জাক, মেম্বার আঃ বারীক, জি এম এনামুল হক, সাবেক মেম্বার আঃ মাজেদ, মাওঃ আনছারুজ্জামানসহ এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।