বিশেষ প্রতিনিধি ॥ আশাশুনি উপজেলার দরগাহপুরে আটদলীয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে দরগাহপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ফাইনাল খেলায় পাইকগাছা উপজেলার দেবাশীষ ফুটবল একাডেমি ও আশাশুনি উপজেলার মহিষাডাঙ্গা বলাকা যুব সংঘ পরষ্পরের মুখোমুখি হয়। আকর্ষণীয় এই খেলায় নির্ধারিত সময়ে উভয় দল কোন গোল করতে না পারায় খেলাটি টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে দেবাশীষ ফুটবল একাডেমি ৪-২ গোলের ব্যবধানে মহিষাডাঙ্গা বলাকা যুব সংঘকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। মনোমুগ্ধকর এই খেলাটি পরিচালনা করেন, রাজু আহমেদ, ইয়ামিন হোসেন ও রাহুল সরকার। ধারাভাষ্যে ছিলেন, আশরাফ হোসেন ও সালাম সরদার। দরগাহপুর স্পোর্টিং ক্লাবের আয়োজনে এসময় সাবেক ফুটবলার ও রেফারি শেখ মতলুবর রহমান, আশাশুনি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক প্রভাষক শেখ আশিকুর রহমান আশিক, দরগাহপুর ইউপির প্যানেল চেয়ারম্যান শেখ আসাদুজ্জামান মুকুল, সাবেক ফুটবলার শেখ আশরাফুল হক, আশরাফুল আলম বুলু, শেখ তাজমিনুর রহমান রহমান রাজিব, জিএম মুজিবর রহমান, জাহাঙ্গীর আলম মিতু, মীর রেজাউল করিম কাজল, শেখ দিদারুল আলম, শেখ আব্দুল আহাদ অলিদ, শেখ শফিকুল ইসলাম, শেখ মিরাজ উদ্দীন, শেখ আরিফুর রহমান, শেখ মুরসালিনসহ দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন। খেলা শেষে বিজয়ী ও পরাজিত দলের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।