বিশেষ প্রতিনিধি \ আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নের খরিয়াটিতে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার দিন ব্যাপী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে খরিয়াটি ব্লাড ব্যাংক ও যুব সমাজের সার্বিক সহযোগিতায় খরিয়াটি দাখিল মাদ্রাসায় আয়োজিত ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন, বুশরা হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ আহাদ মুরশিদ, ডাঃ অহিদা নাসরিন, ডাঃ তাহসিন, সদর হাসপাতালের ডাঃ একেএম রাশেদুজ্জামান ও আশাশুনি হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মিনাক কুমার বিশ্বাস। ক্যাম্পে ৪২০ জন রোগিকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।