বিশেষ প্রতিনিধি \ আশাশুনি উপজেলা দরগাহপুর ইউনিয়নের কালাবাগি বাজারে বিদ্যুতায়িত হয়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার বাজারে তার চা’ এর দোকানে এ ঘটনা ঘটে। ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের মৃত মতলেব গাজীর ছেলে হযরত আলী গাজী (৪০) বুধবার সকাল ৯.৩০ টার দিকে তার চা’ এর দোকানে গিয়ে দোকানে থাকা পানি উঠানো বৈদ্যুতিক মটরের লাইন মেরামত করছিল। এসময় অসর্তকতা বশতঃ বিদ্যুতায়িত হয়ে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।