বিশেষ প্রতিনিধি \ আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। থানায় রুজুকৃত জিডি ও দরগাহপুর ইউনিয়নের খরিয়াটি গ্রামের আইয়ুব আলী মলঙ্গীর ছেলে ইলিয়াছ মলঙ্গী জানান, তিনি খরিয়াটি পূর্বচর বিলে নিজস্ব জমি, বন্ধকরাখা ও ডিড নেওয়া ৪ বিঘা জমি দীর্ঘ ১৪ বছর যাবৎ ভোগ দখল করে আসছেন। ৪/৫ বছর পূর্ব থেকে জমিতে নিজেই ধান ও মাছ চাষ করে আসছেন। একই গ্রামের মৃত আলী বক্স মোড়লের ছেলে নাজমুল, রফি, মেয়ে ময়না, মৃত কাশেম মলঙ্গীর ছেলে সাইদ এর সাথে তার জমিজায়গা নিয়ে দীর্ঘদিনের শত্র“তা আছে। তারা ইলিয়াছ দিংকে হুমকী ধামকী ও ক্ষয়ক্ষতি করে আসছিল। গত ২৯ মার্চ বিকাল ৫টার দিকে বিবাদীরা খরিয়াটি বাজারে রাজ্জাক মলঙ্গীর চায়ের দোকানের সামনে জমিজায়গা সংক্রান্ত বিষয়ে অকথ্য ভাষায় গালিগালাজ, জীবন নাশের হুমকী, লাঠিশোটা নিয়ে মারধর করতে উদ্যত হয় এবং মিথ্যা মামলা দিয়ে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত করার ভয় দেখায়। ফলে পরিবারের লোকজন আতঙ্কিত হয়ে পড়েছে। এব্যাপারে থানায় ৩০/৩/২২ তাং ১১৮১ নং জিডি করা হয়েছে। জিডির ২ দিনের মধ্যে ১ এপ্রিল দিবাগত রাতে বাদী ইলিয়াছ মলঙ্গীর ধান ক্ষেত ও মৎস্য ঘেরে বিষ প্রয়োগের ঘটনা ঘটেছে। শনিবার সকালে ঘের মালিক ঘেরে গিয়ে দেখে ছাটিসহ বিভিন্ন মাছ মরে ভাষছে এবং কিছু ছটফট করছে। ঘেরের মধ্যে বিষেল পাত্র পাওয়া গেছে। বিষয়টি স্থানীয় ইউপি সদস্য আঃ বারীক, মহিলা মেম্বার রোজিনা খাতুন, গ্রাম পুলিশ উজ্জলকে অবগিত করা হলে ঘের পরিদর্শন করা হয়। ঘের মালিক অনুমান ৫০/৬০ হাজার টাকার মাছ মারা গেছে বলে ধারনা করছেন।