শুক্রবার, ১৭ মে ২০২৪, ১১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

দরগাহপুর ইউপির সংরক্ষিত মহিলা সদস্য পদে উপনির্বাচনে ঝর্ণা খাতুন বিজয়ী

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১০ মার্চ, ২০২৪

এমএম নুর আলম ॥ আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে বিরতিহীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত এ উপনির্বাচনে ভোটাররা পৃথক পৃথক ৩টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচনে মাইক প্রতীক নিয়ে ঝরনা খাতুন ৮০৪ ভোট পেয়ে বে-সরকারীভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বক প্রতীক নিয়ে আরজিনা বেগম ৭৪৬ ভোট ও বই প্রতীক নিয়ে কোহিনুর বেগম ৫০৩ ভোট পেয়েছেন। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচনে সর্বমোট ৩৮.৮৫% ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। তিনটি কেন্দ্রে সর্বমোট বাতিল হয়েছে ১৪৮ ভোট। সুষ্ঠ ও শান্তিপূর্ণ এ নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ পলাশ আহমেদ, প্রনয় বিশ্বাস ও নুসরাত জাহান অনন্যা। নির্বাচন পরিদর্শন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রনি আলম নূর, জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আতিকুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারীসহ ডিএসবি, ডিজিএফআই এনএসআই ও র‌্যাবের কর্মকর্তাবৃন্দ। রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন, উপজেলা নির্বাচন অফিসার মোঃ আলী সহাল জুয়েল। উল্লেখ্য, এ আসনের সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ রোজিনা বেগম গত বছরের ২২ ডিসেম্বর হৃদরোগে মৃত্যুবরণ করার পর আসনটি শূন্য ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com