শোভনালী (আশাশুনি) প্রতিনিধি \ আশাশুনি উপজেলার শোভনালীতে ঘরের দরজার তালা ভেঙে দিন দুপুরে চুরির অভিযোগ পাওয়া গেছে। সোমবার দুপুরে ইউনিয়নের কাটাখালী গ্রামের মৃত রফিকুল সরদারের স্ত্রী হাফিজা খাতুনের ঘরের দরজার তালা ভেঙে এ ঘটনা ঘটে। বিধবা হাফিজা খাতুন প্রতিবেদককে জানান, মেয়ের ডিজিটাল জন্ম নিবন্ধন রেজিস্টেশন করতে সে ঘটনার দিন সকাল ১০টার দিকে ঘরের দরজায় সিকলের সাথে তালা লাগিয়ে একমাত্র মেয়েকে নিয়ে পরিষদে যায়। সেখানে দীর্ঘক্ষণ অপেক্ষার পরে বেলা দেড়টার দিকে বাড়িতে ফিরে দেখতে পায় ঘরের দরজার খোলা এবং তালা ভাঙা। ঘরের ভিতরে প্রবেশ করে দেখে বাক্সের তালা ভাঙা এবং বক্সের ভিতরে থাকা ২০হাজার টাকা নেই। হাফিজা খাতুন আরও জানান, মোবাইল ফোনে বিষয়টি আশাশুনি থানা অফিসার ইনচার্জকে অবহিত করা হয়েছে। থানা পুলিশ ঘটনাস্থান পরিদর্শন করেছেন।