এফএনএস স্পোর্টস: জাতীয় দলে ফেরার জন্য নিজেকে প্রমাণ করার দারুণ মঞ্চ পেয়েছেন সৌম্য সরকার। আসন্ন ইমার্জিং এশিয়া কাপে তাকে দিতে হবে অগ্নিপরীক্ষা। তার আগে আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৮৩ রানের বড় পরাজয় বরণ করেছে বাংলাদেশ ইমার্জিং দল। ম্যাচটিতে অল-রাউন্ড পারফরম্যান্স করেও দলকে জেতাতে পারেননি সৌম্য। ১৪ জুলাই থেকে শ্রীলঙ্কার মাটিতে শুরু হবে ইমার্জিং এশিয়া কাপের আসর। চলবে ২৩ জুলাই পর্যন্ত। এর আগে ৪০ ওভারের প্রস্তুতি ম্যাচে আগে ব্যাট করতে নেমে আফগানিস্তান তোলে ৯ উইকেটে ২২৫ রান। সর্বোচ্চ ৯৯ রান করেন জুবাইদ আকবরি। এ ছাড়া নূর আলী জারদান এবং শাহীদুল্লাহ কামাল করেন ৪২ রান। বল হাতে ২টি করে উইকেট নেন সৌম্য সরকার, তানজিম সাকিব এবং মৃত্যুঞ্জয় চৌধুরী। রান তাড়ায় নেমে বাংলাদেশের ব্যাটিং লাইনআপে ধস নামে। তৃতীয় ওভারেই জাকির হাসান বিদায় নেন। এরপর দ্রæতই আউট হয়ে যান মাহমুদুল হাসান জয় এবং সাইফ হাসান। একপ্রান্ত আগলে রেখে তানজিম সাকিব করেন ৪৯ বলে ৭ বাউন্ডারিতে দলের সর্বোচ্চ ৪২ রান। দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান আসে সৌম্য সরকারের ব্যাট থেকে। তার ২৬ বলের ইনিংসে ছিল ২টি চারের মার। শেষ পর্যন্ত ২৭ ওভারে ১৪২ রানে গুটিয়ে যায় বাংলাদেশ ইমার্জিং দল।