দাকোপ (খুলনা) প্রতিনিধি ॥ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-১ আসনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনের কার্যপ্রনালী প্রনয়নে দাকোপ উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ শেখ আবুল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়ের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য ননী গোপাল মন্ডল। সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান শেখ যুবরাজ, সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ ফকির, দীপংকর রায়, উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক অসিত বরন সাহা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের, এ্যাডঃ জি এম কামরুজ্জামান, ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, চালনা পৌর আ’লীগের সভাপতি শেখ শফিকুল ইসলাম আক্কেল, চালনা পৌর মেয়র সনত কুমার বিশ^াস, সাবেক সাংগঠনিক সম্পাদক এবিএম রুহুল আমীন, ইউপি চেয়ারম্যান মিহির মন্ডল, অধ্যাপক দুলাল রায়, ইউপি চেয়ারম্যান মানস মুকুল রায়, জেলা পরিষদের সাবেক সদস্য কে এম কবীর হোসেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, ইউপি চেয়ারম্যান মাসুম আলী ফকির, ইউপি চেয়ারম্যান সুদেব কুমার রায়, ইউপি চেয়ারম্যান আলহাজ¦ গাজী জালাল উদ্দিন, উপজেলা কৃষক লীগের সভাপতি শেখ গোলাম হোসেন, ইউপি চেয়ারম্যান শেখ সাব্বির আহম্মেদ, শিবেন্দ্র প্রসাদ রায়, স্বপন সরকার, অধ্যাপক সুপদ রায়, অপারাজিত মন্ডল অপু, অরবিন্দু রায়, মীর্জা সাইফুল ইসলাম টুটুল, নিত্যুরঞ্জন কবিরাজ, জুলফিক্কার গাজী জুলু, জ্যোতি শংকর রায়, পরিমাল রপ্তান, তপন রায়, দেবপ্রসাদ গাইন, বিজয় লক্ষি সাহা, উপজেলা শ্রমিক লীগের সভাপতি গোবিন্দ বিশ^াস, আ’লীগনেতা মোঃ শিপন ভূঁইয়া, আজগর হোসেন ছাব্বির, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ত জি এম রেজা, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক অমরেশ ঢালী, সেচ্ছাসেবক লীগের সদস্য সচীব উত্তম রায়, উপজেলা যুবলীগের আব্দুল্লাহ আল মাসুম, সিিঞ্জব রায়, রতন কুমার মন্ডল, সাইফুল ইসলাম, আরাফাত আজাদ, দেবদাস গাইন, মলিনা জোয়াদ্দার, রওশন আরা বেগম, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল শরীফ, সাধারণ সম্পাদক লিটন সরদার প্রমুখ।