সোমবার, ২১ জুলাই ২০২৫, ০৬:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শান্তি আলোচনার পর ইউক্রেনে বৃহত্তম ড্রোন হামলা চালালো রাশিয়া সিরিয়ায় পুনরায় কার্যক্রম শুরুর পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্বব্যাংক অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার সৌদি আরবে অবৈধদের ধরতে অভিযান, গ্রেফতার ১৫ হাজার হায়দরাবাদের চারমিনারের কাছে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৭ যে কারণে ব্যর্থ হলো ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখবে পাকিস্তান: রিপোর্ট ইরানে শিয়া মাজারে হামলার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ—মধ্যাঞ্চলে ভয়াবহ টর্নেডোয় ২৭ জনের প্রাণহানি যে কারণে পেনাল্টি নেননি হালান্ড

দলের সঙ্গে পাকিস্তানে যেতে পারেননি লামিছানে

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩

এফএনএস স্পোর্টস: এশিয়া কাপের স্কোয়াডে থাকলেও দলের সঙ্গে পাকিস্তানে যেতে পারেননি সন্দিপ লামিছানে। দেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকাকে ছাড়াই মঙ্গলবার দেশ ছেড়েছে নেপাল ক্রিকেট দল। নেপাল ক্রিকেটের ‘পোস্টার বয়’ ও তুমুল জনপ্রিয় এই লেগ স্পিনার গত সেপ্টেম্বর থেকে মাঠের বাইরে লড়ছেন ধর্ষণের অভিযোগ নিয়ে। সেই মামলারই পরবর্তী শুনানি রোববার। সেখানে তার হাজিরা দিতেই হবে। এছাড়া লামিছানের খানিকটা অসুস্থতা আছে বলেও দেশ ছাড়ার আগে জানান নেপাল দলের ম্যানেজার প্রাদিপ মাজগাইয়ান। “যেহেতু তার বিরুদ্ধে মামলা চলছে এবং হাজিরা দেওয়ার ব্যাপার আছে, এখনই সে যেতে পারছে না। এ ছাড়া তার স্বাস্থ্যগত কিছু সমস্যাও আছে।” হাজিরা শেষে ২৩ বছর বয়সী এই লেগ স্পিনার দলের সঙ্গে যোগ দেবেন বলে আশা করছে নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন। তবে আদালতের ব্যাপারে কিছুটা শঙ্কার জায়গা তো সবসময় থাকেই। আপাতত সেই অনিশ্চয়তাই সঙ্গী নেপাল দলের। আগামী বুধবার মুলতানে পাকিস্তানের বিপক্ষে নেপালের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের এশিয়া কাপ। গ্রæপ পর্বে পরের ম্যাচটি খেলবে তারা ভারতের বিপক্ষে, শ্রীলঙ্কার পাল্লেকেলেতে ৪ সেপ্টেম্বর। এই প্রথম এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে নেপাল। তাদের বোলিং আক্রমণের বড় অস্ত্র লামিছানে। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই আলো ছড়িয়ে দ্রæত তিনি হয়ে ওঠেন বিশ্ব আঙিনায় নেপাল ক্রিকেটের বিজ্ঞাপন। তার বোলিংয়ে মুগ্ধ ছিলেন এমনকি লেগ স্পিন কিংবদন্তি শেন ওয়ার্নও। নেপালের হয়ে তার বোলিং রেকর্ড অসাধারণ। ৪৯ ওয়ানডে খেলে শিকার করেছেন ১১১ উইকেট। ¯্রফে ৪২ ম্যাচে ১০০ ওয়ানডে উইকেট ছুঁয়ে রশিদ খানকে ছাড়িয়ে তিনি গড়েছেন বিশ্বরেকর্ড। টি-টোয়েন্টিতেও রেকর্ডটি নিজের করে নেওয়া হাতছানি আছে তার সামনে। ৪৪ ম্যাচে এখন ৮৫ উইকেট তার। ৫৩ ম্যাচে ১০০ ছুঁয়ে এখানেও রেকর্ডটি এখন রশিদের। এছাড়াও ক্রিকেট বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোয় তিনি নিয়মিত মুখ। তবে গত সেপ্টেম্বর থেকে তুমুল আলোচনায় উঠে আসেন তিনি মাঠের বাইরের ঘটনায়। তার বিরুদ্ধে ধর্ষণের মামলা করে এক কিশোরি। ১৭ বছর বয়সী ওই কিশোরির অভিযোগ, বন্ধুত্বের সুযোগে নাগরকোটে একটি হোটেলে নিয়ে তাকে ধর্ষণ করেন লামিছানে। তাৎক্ষণিকভাবে তাকে নিষিদ্ধ করে নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন। এই লেগ স্পিনার তখন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলার জন্য ছিলেন ওয়েস্ট ইন্ডিজে। সেখান থেকে অভিযাগ অস্বীকার করেন। পরের মাসে দেশে ফেরার পর তাকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়। পরে তিনি জামিনে মুক্তি পান। নিষেধাজ্ঞা তুলে নিয়ে তাকে জাতীয় দলেও ফেরানো হয়। তবে মামলার কার্যক্রম চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com