সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ১২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পাটকেলঘাটায় কর্মী সম্মেলনের মাঠ পরিদর্শনে ইজ্জত উল্লাহ শ্যামনগরে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে পরিষ্কার—পরিচ্ছন্নতা অভিযান শ্যামনগরে শহীদ জিয়ার জন্মবার্ষিকী পালিত নূরনগরে জামায়াতে সেটআপ প্রোগ্রাম অনুষ্ঠিত জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় সাইক্লিং প্রতিযোগিতা, রেজিষ্টে্রশন চলছে আশাশুনি মাধ্যমিক শিক্ষক সমিতির বিরুদ্ধে অর্থের বিনিময়ে গাইড নির্বাচনের অভিযোগ নিরাপদ খুলনা গড়ার প্রত্যয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাংবাদিক সম্মেলন ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় বাস ড্রাইভার নিহত ডুমুরিয়ায় তারুণ্যের উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা ডুমুরিয়া মাওলানা ভাসানী ডিগ্রী কলেজ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫

দলে থাকলেও এখনো অনিশ্চিত বুমরাহর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ও ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করে ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে থাকা বুমরাহর জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজের শেষ ম্যাচ ফিটনেস টেস্ট। দল ঘোষণায় বুমরাহর নাম বলতেই পরিষ্কার করে দেওয়া হয়েছে, তার খেলা নির্ভর করবে ফিটনেসের উপর। এর জন্য় ১২ ফেব্রুয়ারি ভারত—ইংল্যান্ড তৃতীয় ওয়ানডে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নির্বাচিত প্রায় সব ক্রিকেটারই রয়েছেন ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে। তবে জাসপ্রীত বুমরাহর ম্যাচ ফিটনেস নিয়ে অনিশ্চয়তা থাকায় বাড়তি পেসার হিসেবে এই সিরিজের স্কোয়াডে জায়গা করে দেওয়া হয় হারশিত রানাকে। অর্থাৎ, রানা চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে নেই। তিনি শুধু বুমরাহর ব্যাকআপ হিসেবে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের স্কোয়াডে থাকছেন। বুমরাহর ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই ম্যাচে মাঠে নামার সম্ভানা কম। সেক্ষেত্রে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে মাঠে নামতে পারেন জাসপ্রীত। ফিটনেস টেস্ট দিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার ছাড়পত্র আদায় করতে হবে জাসপ্রীত বুমরাকে। ইংল্যান্ড সিরিজের শেষ ওয়ানডে ম্যাচেই তার ফিটনেস টেস্ট হবে। পাশ করলে চিন্তা মুক্ত হবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। একান্তই পাওয়া না গেলে সেক্ষেত্রে মোহাম্মদ সিরাজ, হারশিত রানার মধ্যে কাউকে নেওয়া হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশনে। সবশেষ বর্ডার—গাভাস্কার ট্রফির মধ্যেই খেলা ছেড়ে হাসপাতালে যেতে হয় জাসপ্রীত বুমরাহকে। আগামী মাস থেকে শুরু হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি কার্যত অপরিহার্য। তাই বুমরাহকে নিয়ে কোনও ঝুঁকিতে যেতে রাজি নয় টিম ম্যানেজমেন্ট। তারা চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বুমরাহকে পুরো ফিট করে তুলতে চাইছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com