স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা সদর উপজেলার দহকুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থনৈতিক কেলেংকারীর অভিযোগ তুললেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যরা। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর সভাপতি শেখ রেজাউল হাসান, সদস্য শেখ আব্দুল হাকিম, আরিফ, শেখ হাফিজুল ইসলাম সহ এলাকাবাসির লিখিত অভিযোগে বলা হয়েছে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর কুমার ২০১৬ সালে বিদ্যালয়ে যোগদানের পর থেকে কন্টিজেন্সি ক্যাসের কথা বাদ দিলেও সাধারন ক্যাশবুক নেই, বিদ্যুৎ বিল স্লিপ ফান্ড হতে খরচ দেখালেও যখন বিদ্যুৎ বিল পাওয়া যায় তার কোন হিসাব থাকে না। স্লিপ ফান্ড থেকে আলমারীর তালা মেরামতের কথা বলা হলেও তা মেরামত করা হইনি, অনেক মাল ২ বার ক্রয় করেছেন এবং মডেম সহ বহু মাল বারবার রেজিষ্ট্রারে লিপিবদ্ধ করেছেন। বিদ্যালয়ের বার্ষিক বনভোজন ঘাটতী এসএম সিকে না জানিয়ে স্লিপ ফান্ড থেকে উক্ত ঘাটতি কর্তন করেছেন, যা নিয়ম বহিঃভূত। ২০২১-২২ অর্থ বছরের ৭.০০০/= হাজার বিপরীতে এসএম সিকে না জানিয়ে অনুমোদন না নিয়ে ২৪৬২৯ টাকা খরচ করেছেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন বিষয়টি কলারোয়া উপজেলা শিক্ষা অফিসার এইচ,এম রোকনুজ্জামানকে তদন্তের দায়িত্ব দিয়েছেন।