এফএনএস: বাগেরহাটের ফকিরহাটে দাঁড়িয়ে থাকা একটি ড্রাম ট্রাকে আকেরটি ট্রাক ধাক্কা দেওয়ায় এর চালক মো. সুমন (৪২) নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে খুলনা-মাওয়া মহাসড়কের নওয়াপাড়া এলাকায় সাটের বটতলা স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন মুন্সিগঞ্জ সদরের চাকিদা গ্রামের মোকলেসুর রহমানের ছেলে। প্রত্যক্ষদর্শী রুহুল আমিন বলেন, ড্রাম ট্রাকটি রাস্তার পাশে রেখে একটি মসজিদে জুম্মার নামাজ পড়তে যান চালক ও তার সহযোগি। পরে ঢাকাগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ওই ড্রাম ট্রাকের সম্মুখভাগে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই ট্রাকের চালক সুমনের মৃত্যু হয়। মোল্লাহাট হাইওয়ে থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিবারকে খবর পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।