দাকোপ (খুলনা) প্রতিনিধি ॥ “বসেবা এবং উন্নয়ন,বন্ধু কল্যাণ সংগঠন” এই শ্লোগানে পরিচালিত সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধু কল্যাণের কার্যালয় ও পাঠাগার উদ্বোধন এবং বিজয় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে দাকোপের কালাবগী গ্রামে অনুষ্ঠিত সকল কর্মসূচীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুতারখালী ইউপি চেয়ারম্যান মাসুম আলী ফকির। বন্ধু কল্যাণ সংগঠনের সভাপতি জি এম গোলাম মহিউদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ফকিরের পরিচালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন কালাবগী সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জি এম শহীদুল্লাহ, স্কুল কমিটির সভাপতি আব্দুল মজিদ গাজী, সংগঠনের ভূমিদাতা ও সাবেক ইউপি সদস্য বাসুদেব রায়, ইউপি সদস্য জাহিদ ফকির, জহির শেখ, মহাসিন শেখ, বারিক মোড়ল, শিক্ষক আবু বক্কার গাজী, পার্থ প্রতিম রায়, ভবতোষ মন্ডল, বাবর আলী মোড়ল, মহিতোষ সরদার, আসাদুজ্জামান, ইয়াসিন আরাফাত, আনিস ফকির, সোহাগ সানা, সংগঠনের উপদেষ্টা ইলিয়াজ সরদার, জি এম লিটন, আল মামুন শেখ, সংগঠনের কার্যকরী কমিটির আলমগীর সরদার, আবুল কাশেম, ফিরোজ গাজী, আরাফাত খান, শরিফুল ইসলাম, মনির হোসেন জীবন, সোহান সানা, ইমরান সরদার, সুরঞ্জন সরদার, আশিকুল ইসলাম, খানজাহান আলী, আলামিন সরদার প্রমুখ।