মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৯:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শান্তি আলোচনার পর ইউক্রেনে বৃহত্তম ড্রোন হামলা চালালো রাশিয়া সিরিয়ায় পুনরায় কার্যক্রম শুরুর পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্বব্যাংক অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার সৌদি আরবে অবৈধদের ধরতে অভিযান, গ্রেফতার ১৫ হাজার হায়দরাবাদের চারমিনারের কাছে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৭ যে কারণে ব্যর্থ হলো ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখবে পাকিস্তান: রিপোর্ট ইরানে শিয়া মাজারে হামলার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ—মধ্যাঞ্চলে ভয়াবহ টর্নেডোয় ২৭ জনের প্রাণহানি যে কারণে পেনাল্টি নেননি হালান্ড

দাকোপে মাদকদ্রব্যসহ উপজেলা চেয়ারম্যান পুত্র গ্রেফতার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩

দাকোপ (খুলনা) প্রতিনিধি \ দাকোপে উপজেলা চেয়ারম্যান পুত্রসহ মাদকদ্রব্যসহ ২ জন গ্রেফতার। পৃথক অভিযানে চুরি হওয়া গরুসহ গ্রেফতার ১। দাকোপ থানা পুলিশ জানায়, দাকোপ থানার এস আই শহিদুল ইসলাম, এ এস আই রাজকুমার সঙ্গিয় পুলিশ ফোর্স নিয়ে রবিবার রাত আনুমানিক ৯ টার দিকে উপজেলার বানীশান্তা খেয়াঘাট সংলগ্ন নাজমুলের হোটেলের সামনে থেকে মাদকসহ ২ জনকে গ্রেফতার করে। এ সময় তাদের নিকট ১ বোতল ইমপেরিয়াল হুইস্কি এবং ১ বোতল ভটকা মদ পাওয়া যায়। গ্রেফতারকৃত ইমরান খান দাকোপ উপজেলা চেয়ারম্যান মুনসুর আলী খানের পুত্র। অপর আসামী চালনা বাজার উত্তরপাড়া এলাকার খানজাহান মোল্যার পুত্র ইসমাইল মোল্যা। এ ঘটনায় এস আই শহিদুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেছে। যা দাকোপ থানার মামলা নং ১৪ তাং ১৬/০৭/২০২৩। এ ব্যাপারে দাকোপ থানার অফিসার ইনচার্জ উজ্জল কুমার দত্ত জানায়, গ্রেফতারকৃত আসামী ইমরান খানের নামে মারপিট ও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে অতীতে ৪টি এবং খানজাহানের নামে ১১টি মাদক মামলা আছে। অপরদিকে লক্ষিখোলা গ্রামের বিশ্বজিত ঢালীর চুরি হওয়া ৩টি গরুসহ চুরির সাথে জড়িত জয়নাল ফকির নামে ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সে বটিয়াঘাটা উপজেলার বরন পাড়া এলাকার বাসিন্দা। জিজ্ঞাসাবাদে জয়নাল পুলিশের নিকট জানায় ওই গরু চুরির সাথে তার সহযোগী হিসাবে সামাদ, সাদিক এবং মোহাম্মদ নামে আরো ৩ জন জড়িত ছিল। এ ঘটনায় গরুর মালিক বিশ্বজিত ঢালী বাদী দাকোপ থানায় ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো কয়েকজনকে আসামী করে চুরির মামলা দায়ের করেছে। যা দাকোপ থানার মামলা নং ১৫ তাং ১৭/০৭/২৩।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com