দাকোপ প্রতিনিধি \ দাকোপে উপজেলা নির্বাহী ম্যাজিষ্টেট মিন্টু বিশ্বাসের নেতৃত্বে যৌথ ট্যাস্কফোর্সের অভিযানে মাদকসহ দু’জন গ্রেফতার হয়েছে। শুক্রবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত দাকোপের চালনা বাজার ও বাজুয়া খুটাখালী এলাকায় পৃথকভাবে এ অভিযান পরিচালিত হয়। র্যাব মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও আনসার বাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ ট্যাস্কফোর্স এই অভিযান পরিচালনা করে। অভিযানে ৪ বোতল ফেন্সিডিলসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী চালনা বাজার এলাকার আয়নাল শেখের স্ত্রী আসমা বেগমকে গ্রেফতার করা হয়। এরপর ২ পুরিয়া গাজাসহ বাজুয়া নিজ বাড়ী থেকে মাদক ব্যবসায়ী ও সেবনকারী মৃঃ আমিরুল হক বুলবুলের পুত্র হাবিবুর রহমান রনি (৩২) কে গ্রেফতার করা হয়। এ সময় তার নিকট থেকে ইয়াবা সেবনে ব্যবহ্নত পাইপ ও গ্যাস লাইট জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের উপজেলা পরিষদ চত্বরে নিয়ে এসে শুক্রবার রাতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্টেট মিন্টু বিশ্বাস ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মাদক ব্যবসায়ী হাবিবুর রহমান রনিকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ৫ হাজার জরিমানা অনাদায়ে আরো ১ মাসের কারাদন্ড প্রদান করে। অপর আসামী আসমা বেগমকে নিয়মিত মামলা দিয়ে দাকোপ থানায় হস্তান্তর করা হয়। অভিযানে অন্যান্যের মধ্যে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর খুলনার উপপরিচালক মিজানুর রহমান, র্যাব-৬ খুলনার সহকারী পরিচালক (এএসপি) পহন চাকমা। অপর দিকে একই দিন আতœঘাতি ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ভূমি ব্যবহার আইনে লক্ষিখোলা গ্রামের মৃঃ আব্দুলাহ শেখের পুত্র ছাত্তার শেখের নিকট থেকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।