দাকোপ (খুলনা) প্রতিনিধি \ দাকোপের সুতারখালী একতা যুব সংঘের আয়োজনে ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪ টায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে টুর্ণামেন্টের উদ্বোধন করেন। স্থানীয় জে জে এস কেয়ার মাঠে সুতারখালী ইউপি চেয়ারম্যান মাসুম আলী ফকিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে মান্যবর অতিথি হিসাবে বক্তৃতা করেন খুলনা জেলা আ’লীগের ত্রান ও জনকল্যান বিষয়ক সম্পাদক শ্রীমন্ত অধিকারী রাহুল। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা আ’লীগনেতা আজগর হোসেন ছাব্বির, সুতারখালী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক জুলফিক্কার গাজী জুলু, ইউপি সদস্য জাহিদ হাসান ফকির, রফিকুল ইসলাম খোকন, আইয়ুব ঢালী, জহির শেখ, আ’লীগনেতা সিরাজ মল্লিক, জাবের ঢালী, ইউসুফ ঢালী, বঙ্কিম মিস্ত্রি, রেজাউল ঢালী, অনুপ আদিত্য সরকার, মাসুদ ইবনে বাবু, সারাফাত হোসেন সবুজ, আসলাম বাবু, ইয়াসীন সরদার, শামিম মল্লিক, মতিন বিশ্বাস, হাবিবুর রহমান, রকিব ফকির, মোশারেফ হোসেন, সাজ্জাদ সরদার, সিরাজুল ইসলাম প্রমুখ। উদ্বোধনী খেলায় রাজশাহী যুব কল্যান ক্লাব কামারখোলা ইউনিয়ন অন্তু যুব সংঘের মুখোমুখী হয়। তীব্র প্রতিদ্বন্দিতা পূর্ন খেলাটি নির্ধারীত সময়ে ১-১ অমিমাংসিত থাকে। এর পর ট্রাইব্রেকারে কামারখোলা ইউনিয়ন অন্তু যুব সংঘ ৭-৬ গোলের ব্যবধানে রাজশাহী যুব কল্যান ক্লাবকে পরাজিত করে। খেলাটি পরিচালনা করেন অভিজ্ঞ রেফারী আজিজ সরদার।