আটুলিয়া (শ্যামনগর) প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার ঐতিহ্যবাহী নওয়াবেঁকী বিড়ালক্ষী কাদেরিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা কেন্দ্র শ্যামনগর—২ (নওয়াবেঁকী) পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে গ্রহণের জন্য কক্ষ পরিদর্শকদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১ টায় মাদ্রাসার হলরুমে কেন্দে্রর সচিব মাওঃ ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে ১২ টি মাদ্রাসার প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, সুপার, সহ সুপার, উপস্থিত থেকে বক্তৃতা প্রদান করেন। এবছর ১২টি প্রতিষ্ঠান থেকে ৩৮৯ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছে এর মধ্যে ছাত্র সংখ্যা ১৯৪ জন ,ছাত্রী সংখ্যা ১৯৫ জন। এ সময় কেন্দ্র সচিব তার বক্তৃতায় কক্ষ পরিদর্শকদের দায়িত্ব—কর্তব্য সম্পর্কে অবহিত করেন এবং সরকারি নিয়ম নীতি তুলে ধরেন এবং সেই মাফিক তাদেরকে দায়িত্ব পালন করার জন্য আহ্বান জানান। তিনি আশা করেন বিগত পরীক্ষাগুলো যেভাবে সুনামের সাথে পরিচালিত হয়েছে এবারও যেন সেটি অক্ষুন্ন থাকে। এরপর দোয়া মোনাজাতের মধ্য দিয়েই অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করা হয়। সমস্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওঃ আব্দুর রউফ।