মুন্সিগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি \ শ্যামনগর উপজেলা মুন্সীগঞ্জ ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজনে ইউনিয়ন দায়িত্বশীল ও কর্মী শিক্ষা শিবির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল৪টার দিকে হরিনগর বাজার জামায়াতে ইসলামী অফিস চত্বরে ইউনিয়নে আমির গাজী আবুল হোসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা চার আসনের সাবেক জামাত ইসলামের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আমির আব্দুর রহমান, সাবেক উপজেলা আমির ও টিম সদস্য মাওলানা আব্দুল মজিদ, সাহিত্য সংস্কৃত ও যুব সংহতি শেখ ইমাম হাসান সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি আনিছুর রহমান।