স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা দারুস সালাম হাফিজিয়া এতিমখানা মাদ্রাসায় আর্থিক সহায়তা প্রদান করেছেন ৯নং ওয়ার্ডের আ’লীগ নেতা মো: নুরুল হক। গতকাল দুপুরে শহরের মধুমল্লার ডাঙ্গী নিজস্ব বাসায় পৌর কাউন্সিলর ও দারুস সালাম মাদ্রাসার পরিচালনা কমিটি সভাপতি শেখ শফিকউদ্দৌলা সাগরের হাতে সহায়তা চেক তুলে দেন আ’লীগ নেতা মো: নুরুল হক। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এসএম সাহেদুজ্জামান সাহেদ, বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান বাবু, আমিনিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রধান হাফেজ মাও: রেজাউল করিম, পৌর ৯নং ওয়ার্ড শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি গোলাম মোস্তফা, সাধারন সম্পাদক মঞ্জুরুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো: তৈয়েবুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।