এফএনএস স্পোর্টস: অভিজ্ঞতার আলোকে কদিন আগে নিজেকে ‘সেরা কোচ’ দাবি করা স্যাম অ্যালারডাইসের ডাগআউটে ফেরা মোটেও সুখকর হয়নি। লিডস ইউনাইটেডে অবনমন এড়ানোর চ্যালেঞ্জ নিয়ে পারেননি সফল হতে। তাই পারস্পরিক সমঝোতায় দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। লিডসের টানা ব্যর্থতার দায়ে এর আগে ছাঁটাই হন দলটির সাবেক কোচ হাভি গার্সিয়া। গত ৩ মে তার উত্তরসূরি হিসেবে যোগ দেন অ্যালারডাইস। ওই সময় গোল ব্যবধানে এগিয়ে লিগ টেবিলে ১৭ নম্বরে ছিল লিডস। বাকি ছিল চার রাউন্ডের খেলা। তবে অ্যালারডাইসের কোচিংয়ে ঘুরে দাঁড়াতে তো পারেইনি লিডস, উল্টো হেরে গেছে তিনটিতেই। অন্যটি ড্র। শেষ পর্যন্ত তারা ১৯ নম্বরে থেকে লিগ শেষ করেছে, নেমে গেছে দ্বিতীয় স্তরে। বিদায়বেলায় ৬৮ বছর বয়সী এই ইংলিশ কোচ বলেন, লিডসকে কোচিং করানোটা ছিল সম্মানের। দারুণ সম্ভাবনাময় দলটি প্রিমিয়ার লিগে থাকার যোগ্য বলেও মনে করেন তিনি।