শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেবহাটার পারুলিয়া সহ অন্যান্য হাটবাজারে ঈদ কেনা কাটায় ব্যাপক উপস্থিতি সাতক্ষীরা কালিগঞ্জ সড়কের মেডিকেল কলেজ সংলগ্ন এলাকা জনদুর্ভোগ আর জনদুর্যোগের স্থলে আবারও সেই ইট সোলিং \ কিন্তু কেন? নওয়াবেঁকীতে বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের প্রস্তুতি সভা নূরনগরের জাকির হোসেন সড়ক দুর্ঘটনায় নিহত নূরনগর জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত সাতক্ষীরায় যমজ সন্তান পরিবারের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পলাশপোল স্কুলের প্রাক্তন ছাত্র ছাত্রী ফোরামের ইফতার মাহফিল উদারতা যুব ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল সুন্দরবনের গহীন থেকে এক বৃদ্ধা নারী উদ্ধার বিদেশ পাঠানোর নামে নয় যুবকের অর্ধকোটি টাকা প্রতারক চক্রের পকেটে

দিনাজপুরে একজনকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৫

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

এফএনএস: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় বসতবাড়ির জমির সীমানা নিয়ে বিরোধের জের ধরে মফিজুল ইসলাম (৪৫) নামে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মফিজুলের মৃত্যু হয়।ডিকে নিহতের ভাই জাহাঙ্গীর আলম বাদী হয়ে এদিন বীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এর আগে সোমবার সন্ধ্যায় বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মফিজুল ওই গ্রামের মৃত সলিমুদ্দিনের ছেলে। গ্রেপ্তার পাঁচজন হলেন— বানিয়াপাড়া গ্রামের মৃত লতিফুর রহমানের ছেলে হাসিনুর রহমান (৩৫), আনিছুর রহমান (৫২) তার ছেলে সেলিম মিয়া (২১), সিয়াম (২০) ও হাসিনুর রহমানের স্ত্রী ফারজানা বেগম ওরফে ফাহিমা খাতুন (৩৫)। গ্রেপ্তারদের কারাগারে পাঠিয়ে পুলিশ। স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা গেছে, বানিয়াপাড়া গ্রামে শফিকুল ও হাসিনুর পরিবারের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। গত ৭ মার্চ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মফিজুল, তাওয়াই শফিকুল এবং বড় বোন সাফিনা বেগমকে মারধর করে প্রতিপক্ষ। এরই ধারাবাহিকতায় ১০ মার্চ সন্ধ্যায় এজাহারনামীয় আসামিরা পুনরায় ওই পক্ষের লোকজন ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে তাদের মারধর করলে মফিজুলসহ আটজন আহত হন। গুরুতর আহত মফিজুলকে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে রেফার্ড করলে গতকাল শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মফিজুলের মৃত্যু হয়। বীরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডের ঘটনায় গতকাল শুক্রবার সকালে নিহতের ভাই জাহাঙ্গীর বাদী একটি হত্যা মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার আসামিদের কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com