জ্যামাইকায় দিবারাত্রির টেস্ট আয়োজনের পথে হাঁটছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। চলতি বছরের জুনে ৩ টেস্ট এবং ৫ টি—টোয়েন্টির সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে অস্ট্রেলিয়া। সেই সিরিজের তৃতীয় টেস্টটি হবে জ্যামাইকাতে, সেখানেই দিবারাত্রির টেস্ট ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছেন সিডব্লিউআই এর কর্তারা। চলতি সপ্তাহের শুরুতে সিরিজের টিকিট বিক্রি শুরু হয়েছে এবং সিরিজের তৃতীয় টেস্টটিকে রাখা হয়েছে দিবারাত্রির টেস্ট ম্যাচ হিসেবে। সিরিজের প্রথম দুই টেস্ট আয়োজিত হবে বার্বাডোজ এবং গ্রেনাডায়। তৃতীয় ম্যাচে জ্যামাইকাতে মাঠে গড়াবে গোলাপি বলের দিবারাত্রির টেস্ট ম্যাচ। স্থানীয় সময় দুপুর দেড়টায় মাঠে গড়াবে ম্যাচ (বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায়)। দিবারাত্রির টেস্ট ম্যাচ মাঠে গড়ানোর আগে জ্যামাইকার ফ্লাডলাইটের উন্নতির কাজ শেষ করে আন্তর্জাতিক মানের পর্যায়ে আনতে হবে। এ ব্যাপারেই চলছে প্রস্তুতি। ফ্লাডলাইটের বাজে অবস্থার কারণে কিংসটাউনের সাবিনা পার্কের এই স্টেডিয়ামে কখনও দিবারাত্রির আন্তর্জাতিক ম্যাচও আয়োজন করা সম্ভব হয়নি। দিবারাত্রির টেস্ট আয়োজনের ক্ষেত্রে সম্মত আছে ক্রিকেট অস্ট্রেলিয়াও। সিরিজের আগে বোর্ড কর্তাদের একটি দল জ্যামাইকার স্টেডিয়াম পরিদর্শনে যাবেন। এখনও পর্যন্ত কখনও দেশের বাইরে দিবারাত্রির টেস্ট ম্যাচ খেলেনি অস্ট্রেলিয়া। এর আগে একবারই দিবারাত্রির টেস্ট ম্যাচ আয়োজন করেছিল ওয়েস্ট ইন্ডিজ, ২০১৮ সালে বার্বাডোজে শ্রীলঙ্কার বিপক্ষে। এখনও পর্যন্ত ১৩টি দিবারাত্রির টেস্ট খেলেছে অস্ট্রেলিয়া, যেখানে জিতেছে ১২টিতেই। একমাত্র হারটি এসেছে ২০২৪ সালে বিখ্যাত গ্যাবা টেস্টে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই। শামার জোসেফের দুর্দান্ত পারফরম্যান্সে চড়ে গ্যাবায় ৮ রানের ঐতিহাসিক এক জয় তুলে নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। আইসিসির বিশ^ টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫—২৭ চক্রে দুই দলের জন্যই প্রথম সিরিজ হতে যাচ্ছে এটি।