স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরায় তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপনে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য দিবা—নৈশ কলেজের ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে পি এন স্কুল মাঠে খেলাটির উদ্বোধন করেন কলেজের উপাধ্যক্ষ ময়নুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক তৈয়েব হাসান বাবু, প্রভাষক আব্দুল্লাহ আল মামুন, তাপস আমিন প্রমূখ। এ সময় কলেজের শিক্ষক, শিক্ষার্থী, ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। খেলায় কলেজের এইচএসসি প্রথম এবং দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। দ্বিতীয় বর্ষ খেলায় জয় লাভ করে। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।