এফএনএস স্পোর্টস: সব ঠিকঠাক থাকলে এবারের আইপিএলে প্রথম ম্যাচ থেকেই মুস্তাফিজুর রহমানকে পাচ্ছে দিল্লি ক্যাপিটালস। আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ শেষ করে শুক্রবার রাতেই ঢাকা ফেরেন এই বাঁহাতি পেসার। শনিবার সকালেই একটি চার্টার্ড ফ্লাইটে তিনি দেশ ছাড়েন ভারতের উদ্দেশে। বাংলাদেশ সময় শনিবার রাত ৮টায় লক্ষ্নৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন মৌসুমের অভিযান শুরু করবে দিল্লি। ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দেওয়ার কথা মুস্তাফিজের। বিমানের ভেতর নিজের একটি ছবি সকালে সামাজিক মাধ্যমে দিয়ে মুস্তাফিজ লিখেন, “আইপিএল ২০২৩ খেলতে ভারতে যাচ্ছি। আমার দিল্লি ক্যাপিটালস পরিবারে যোগ দিতে তর সইছে না।” আইপিএলে মুস্তাফিজের এটি হতে যাচ্ছে ষষ্ঠ আসর। গত আসরে দিল্লি ক্যাপিটালসের হয়েই ৮ ম্যাচে তার শিকার ছিল ৮ উইকেট, ওভারপ্রতি রান দিয়েছিলেন ৭.৬২। গতবারের পর এবারের নিলামের আগে ২৭ বছর বয়সী এই পেসারকে ধরে রাখে দিল্লি। আগে তিনি খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালসে। দিল্লির আরও দুই বিদেশি পেসার আনরিখ নরকিয়া ও লুঙ্গি এনগিডি আপাতত ব্যস্ত দক্ষিণ আফ্রিকার হয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজে। তাই প্রথম ম্যাচের একাদশে মুস্তাফিজের থাকার সম্ভাবনা আছে যথেষ্টই। আইপিএলে বাংলাদেশের অন্য দুই প্রতিনিধি সাকিব আল হাসান ও লিটন কুমার দাসের দল কলকাতা নাইট রাইডার্সও প্রথম ম্যাচ খেলবে শনিবারই। বিকেলে মোহালিতে তাদের প্রতিপক্ষ পাঞ্জাব কিংস। তবে তারা দুজন যেতে পারছেন না এখনই। আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্ট খেলে তবেই যেতে হবে দেশের টেস্ট অধিনায়ক ও সহ-অধিনায়ককে। শের-ই-বাংলা স্টেডিয়ামে টেস্ট ম্যাচটি শুরু মঙ্গলবার। আয়ারল্যান্ডের বিপক্ষে শুক্রবার চট্টগ্রামে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে শনিবার সাকিব ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে খেলছেন বিকেএসপিতে। বিসিবির লাল বলের চুক্তিতে নেই মুস্তাফিজ। আপাতত টেস্ট দলেও তার জায়গা নেই। তাই তাকে আইপিএলের শুরু থেকেই খেলার অনাপত্তিপত্র দিয়েছে বিসিবি।