আশাশুনি, প্রতাপনগর প্রতিনিধিঃ দীঘলার আইট আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হয়েছে। গতকাল বেলা ১০ টা থেকে বিরতিহীন ভাবে বেলা ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। অভিভাবকদের স্বতঃস্ফূর্ত ভোটদানের মধ্যদিয়ে শান্তি পূর্ন পরিবেশে এ নির্বাচন সম্পন্ন হয়েছে। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম ও সহকারী শিক্ষক আলম হোসেনের সহযোগিতায় নির্বাচনে প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান। ম্যানেজিং কমিটির নির্বাচনে অভিভাবক সদস্য পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে ৫ জন বিজয়ী হয়েছেন। বিজয়ী হলেন যারা আবিয়ার রহমান ৬৭। আমিনুর ইসলাম ৬৩ মুহাম্মদ হারুন অর রশিদ ৬২ জাহাঙ্গীর আলম ৬১ সংরক্ষিত নারী আসনে নাছিমা খাতুন ৮০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নির্বাচনীয় শান্তি পূর্ন পরিবেশে বজায় রাখতে এস আই কবির হোসেন, এ এস আই শামীম, এ এস আই এনামুল, এ এস আই বিপ্লব ও গ্রাম পুলিশ নুর ইসলাম দায়িত্ব পালন করেন।