এম.আসাদ শ্যামনগর থেকে ॥ দীর্ঘদিন অস্বাভাবিক গরমের প্রভাবে সাতক্ষীরার শ্যামনগরে জনজীবনে অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয়েছিল। দীর্ঘদিন বৃষ্টি না হওয়া গ্রামের অধিকাংশ পুকুর,খাল,বিল শুকিয়ে চৌচির। শ্যামনগরের অধিকাংশ এলাকায় পানির জন্য চলছিলো হাহাকার। অবশেষে সোমবার রাত আট’টার দিকে স্বস্তির বৃষ্টি শুরু হয়। দীর্ঘ সময়ের অবিরাম ভারি বৃষ্টিতে স্বস্তির আভাস বিস্তার করেছে এলাকায়। বজ্রসহ বৃষ্টি হতে দেখা গেছে সর্বত্র এলাকায়। বৃষ্টিতে ভিজতে দেখা গেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের।এ যেন এক উৎসব নিয়ে এসেছে প্রাণীকুলে। পানি সংকট মেটাতে অনেক পরিবারকেই দেখা গেছে বৃষ্টির পানি বিভিন্ন পদ্ধতিতে ধারণ করতে। শ্যামনগরের একাধিক ব্যক্তি জানান “বৃষ্টি ছাড়া গ্রীষ্মকালীন শাকসবজি গাছগাছালি গুলো সব মরে যেতে বসেছিল। স্বস্তির এই বৃষ্টি পেয়ে সব কিছু নতুন জীবন ফিরে পেয়েছে।