বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শান্তি আলোচনার পর ইউক্রেনে বৃহত্তম ড্রোন হামলা চালালো রাশিয়া সিরিয়ায় পুনরায় কার্যক্রম শুরুর পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্বব্যাংক অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার সৌদি আরবে অবৈধদের ধরতে অভিযান, গ্রেফতার ১৫ হাজার হায়দরাবাদের চারমিনারের কাছে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৭ যে কারণে ব্যর্থ হলো ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখবে পাকিস্তান: রিপোর্ট ইরানে শিয়া মাজারে হামলার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ—মধ্যাঞ্চলে ভয়াবহ টর্নেডোয় ২৭ জনের প্রাণহানি যে কারণে পেনাল্টি নেননি হালান্ড

দুইকোটি ৪০ লাখ টাকা ব্যয়ে খুলনার কার্ত্তিককুল সালেহা মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করলেন শ্রম প্রতিমন্ত্রী

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, আলোকিত মানুষ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে গড়ে ওঠে। শিক্ষার্থীদের লেখাপড়া করার জন্য ভাল পরিবেশ প্রয়োজন। বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়নের জন্য নতুন ভবন নির্মাণ করে যাচ্ছে। সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ডিজিটাল পদ্ধতিতে পাঠদান করানো হচ্ছে। তিনি রবিবার দুপুরে খুলনার মহেশ^রপাশা কার্ত্তিককুল সালেহা মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা পরবর্তী সময়ে ৩৬ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ও বর্তমান সরকার ২০০৯ সালে ক্ষমতায় আসার পরে ২৬ হাজার রেজিস্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয়কে সরকারিকরণ করেন। অসহায় ছেলেমেয়েদের শিক্ষা সহায়ক উপবৃত্তি প্রদান করা হচ্ছে। উন্নত জাতি গঠনে শিক্ষার গুরুত্ব অপরিসীম। পদ্মাসেতু নির্মাণ, ফ্লাইওভার নির্মাণ, নদীর তলদেশে টানেল নির্মাণসহ যোগাযোগের ক্ষেত্রে উন্নয়ন সাধিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়তে যার যার অবস্থান থেকে কাজ করার আহবান জানান প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ম্যাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের পরিচালক প্রফেসর শেখ হারুনর রশিদ, যশোর শিক্ষা বোর্ডের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র, জেলা শিক্ষা অফিসার মোঃ কামরুজ্জামান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম, বিজেএ’র চেয়ারম্যান শেখ সৈয়দ আলী, কার্ত্তিককুল সালেহা মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সাবেক সভাপতি আঁকন শামছুর রহমান, সমাজ সেবক প্রকৌশলী এস এম সিরাজুল ইসলাম, শেখ দাউদ হায়দার, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আছিফুর রশীদ আছিফ প্রমুখ। কার্ত্তিককুল সালেহা মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি শেখ আব্দুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম। উল্লেখ্য, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে সম্প্রসারিত দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ তলা ভবনটি নির্মাণে ব্যয় হয় প্রায় দুইকোটি ৪০ লাখ টাকা। -তথ্য বিবরণী

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com