ঢাকা ব্যুরো \ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, তার (আমার) উচ্চ রক্ত চাপ আছে। পাশাপাশি সিইসি হিসেবে নিয়োগ পাওয়ায় একটু দায়িত্বের চাপ বেড়েছে। তবে, – দুই চাপ সত্বেও স্বাধীনভাবে কাজ করতে চান সদ্য নিয়োগ পাওয়া প্রধান নির্বাচন কমিশনার। সাভার স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার পর গতকাল মঙ্গলবার উপস্থিত সাংবাদিকদের প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল এসব মন্তব্য করেন। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা এমিলি, ব্রি. জে. আহসান হাবীব খান, মো. আলমগীর ও আনিছুর রহমান, ইসি সচিব হুমায়ুন কবির খোন্দকার, ঢাকা জেলা প্রশাসক সহিদুল ইসলাম ও জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার প্রমুখ। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, এই (নতুন) নির্বাচন কমিশন কোনও রাজনৈতিক চাপে নেই। চাপের প্রশ্নই আসে না। আমরা স্বাধীনভাবে কাজ করি এবং স্বাধীনভাবে কাজ করব। সফলতা কী হয়, সেটা সবাইকে জানাব। কাজী হাবিবুল আউয়াল বলেন, যেহেতু আগামী নির্বাচনের দায়িত্বটা আমাদের কাছে এসেছে, তাই কীভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ করবো। এ বিষয়ে আমরা কী করব, সেটি সহকর্মীদের সঙ্গে সভা করে, নিজেদের মধ্যে কাজ করে সিদ্ধান্ত নেব। নির্দিষ্টভাবে আমরা কীভাবে এগোব, সে বিষয়ে আমাদের আরও চিন্তা-ভাবনা করতে হবে। আমাদের প্রত্যাশা, রাজনৈতিক নেতৃবৃন্দ আলোচনার মধ্য দিয়ে সমঝোতায় আসবেন। এ সময় হাসির সুরে কাজী হাবিবুল আউয়াল বলেন, আমার উচ্চ রক্তচাপ আছে। ওই রক্তচাপের সঙ্গে আর একটু দায়িত্বের চাপ আছে। পায়ে শিকল পড়ে গেছে। তাই দুই চাপে থাকলেও স্বাধীনভাবে কাজ করব। উলেখ্য, – গত রবিবার শপথ গ্রহণের পর সোমবার নির্বাচন ভবনে প্রথম অফিস করেন। গতকাল স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর বেদির সামনে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন পাঁচ সদস্যের নির্বাচন কমিশন। পরে তাঁরা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।